
শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে দীপাবলির আগুনে শ্যামলচন্দ্র মন্ডল নামে এক ব্যক্তির কাঠের ঘরসহ ধানের গোলা পুড়ে ভষ্মীভূত হয়েছে। শনিবার রাত ৮.৩০ ঘটিকার দিকে মানিকখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছে খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মো. নাসিম উদ্দীন জানান, সন্ধার সময় অসাবধানবশত দীপাবলির আগুনে ধানের গোলায় আগুন লেগে ভষœীভূত হয়। পরবর্তীতে পাশের কাঠের ঘরটি আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ সময়ে ১০বস্তা ধানসহ ৬০ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানান।