
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে আইএসপিআর।
বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কোন ফেসবুক আইডি নেই বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
তার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে -এমন তথ্যের ভিত্তিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
সেখানে বলা হয় যে, “বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কোন ফেসবুক একাউন্ট ব্যবহার অথবা পরিচালনা করছেন না।”
“কিছু ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেইসবুক একাউন্ট খুলে সেখানে বিভিন্ন তথ্য আপলোড করছে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা,” এমনটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য সেখানে অনুরোধ জানানো হয়।আইএসপিআর