
বুধবার || ১৮ মাঘ ১৪২৯ || ১ ফেব্রুয়ারি ২০২৩ || ৯ রজব ১৪৪৪

সক্রিয় আগ্নেয়গিরিতে পড়ে গেলে কী হয়, সেই পরীক্ষার ভিডিও ভাইরাল
প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২২, মঙ্গল, ১২:৩২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১৫ বার।

ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির কথা অনেকেরই জানা। তবে এটি ছাড়াও বিভিন্ন দেশে আরও আগ্নেয়গিরি আছে। এসব আগ্নেয়গিরি স্বচক্ষে না দেখলেও সিনেমা কিংবা প্রামাণ্যচিত্রের মাধ্যমে এগুলো সম্পর্কে ধারণা পাওয়া গেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আগ্নেয়গিরির মধ্যে কেউ পড়ে গেলে তখন কী হবে? প্রশ্নটা বিদ্ঘুটে মনে হচ্ছে তাই না। তবে ইথিওপিয়ার একটি আগ্নেয়গিরিতে এ ধরনের একটি পরীক্ষা চালানো হয়েছে। যেটির ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে। আতঙ্কিত হবেন না, পরীক্ষা চালানোর জন্য কোনো জীবন্ত মানুষকে ছুড়ে ফেলা হয়নি জ্বলন্ত আগ্নেয়গিরিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ইথিওপিয়ার আরতা আলে সক্রিয় আগ্নেয়গিরিতে চালানো পরীক্ষার ভিডিওটি টুইটারে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ৩০ কেজি ওজনের জৈব বর্জ্যের একটি বান্ডল ছুড়তে দেখা যায়। প্রায় ৮০ মিটার ওপর থেকে ছোড়া বান্ডলটিতে থাকা বর্জ্যের সঙ্গে মানুষের শরীরের বিভিন্ন উপাদানের মিল ছিল।
ভিডিওতে দেখা গেছে, বান্ডলটি গিয়ে লাভার প্রথম স্তরের ছাইয়ের ওপর পড়ে। লাভার লেকে পড়ার সঙ্গে সঙ্গে বান্ডলটি ডুবে যেতে শুরু করে। এ সময় সেটিতে আগুন ধরে যায়। ধীরে ধীরে আগুনের তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে গলে গিয়ে লেকের মধ্যে ঢুকে পড়ে।
ভিডিওটি ৮৮ লাখ বার দেখা হয়েছে। এতে ‘লাইক’ দিয়েছেন এক লাখের বেশি মানুষ। ভিডিওটির নিচে একজন লিখেছেন, ‘ভালো, ছোট কোনো পদক্ষেপের বড় ধরনের পরিণতি কার্যকারণ পড়ানোর সময় এটা আমার দরকার হবে।’
আরেকজন লিখেছেন, আগ্নেয়গিরির দূষিত গ্যাস মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছেন, তাঁদের সতর্ক থাকা উচিত। কারণ, আগ্নেয়গিরি থেকে কার্বন ডাই–অক্সাইড, সালফার ডাই–অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড নির্গত হয়।
এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানে হামলায় নিহত বেড়ে ৩২, তালেবানের দায় স্বীকার
প্রকাশিতঃ ৩০ জানুয়ারি ২০২৩, সোম, ১১:৫৩ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব: ট্রাম্প
প্রকাশিতঃ ২৮ জানুয়ারি ২০২৩, শনি, ১০:২২ অপরাহ্ণ
ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে ইউক্রেন সরকারে পদত্যাগের হিড়িক
প্রকাশিতঃ ২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গল, ১১:৩৯ অপরাহ্ণ
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্বেচ্ছায় পদ ছাড়ার সংস্কৃতি নেই কেন?
প্রকাশিতঃ ২১ জানুয়ারি ২০২৩, শনি, ১০:২৮ অপরাহ্ণ
রুশ ওয়াগনার গ্রুপকে কেন ‘অপরাধী সংগঠন’ ঘোষণা করছে যুক্তরাষ্ট্র
প্রকাশিতঃ ২১ জানুয়ারি ২০২৩, শনি, ৯:২৯ অপরাহ্ণ
পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ১৯ জানুয়ারি ২০২৩, বৃহঃ, ১০:৫৮ অপরাহ্ণ