
স্টাফ রিপোর্টার : স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড-এর সাতক্ষীরা এরিয়া কমিটির সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে জনতা ব্যাংকে চাকরিরত অফিসারদের অংশগ্রহণ লক্ষ্য করা যায।জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া কমিটি আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া কমিটি মো: আবদুর রহিমকে সভাপতি ও মো: কামরুজ্জামান কে সাধারণ সম্পাদক এবং তাপস কুমার রায় কে প্রচার সম্পাদক করে ৫২ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।সম্মেলন উদ্বোধন করেন জনতা ব্যাংক ব্যাংকের প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। জনতা ব্যাংকের সুলতানপুর বড় বাজার শাখার ব্যবস্থাপক মিন্টু কুমার সরখেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের এজিএম জাকির হোসেন, মোঃ রোকনুজ্জামান, শেখ খালিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সার্বিক বিষয় তুলে ধরেন জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফু উল আলম ব্যাকুল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম।