
মঙ্গলবার || ২৫ শ্রাবণ ১৪২৯ || ৯ আগস্ট ২০২২ || ১০ মহর্রম ১৪৪৪

আট দলীয় দাঁড়িয়াবাঁধা টুর্নামেন্ট খেলায় ভাদড়া যুবসংঘ ১-০ গাঁদনে জয়ী
প্রকাশিতঃ ৮ অক্টোবর ২০২০, বৃহঃ, ১০:৩০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৬০৯ বার।

![]() ![]() | |||
![]() |
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার বালিয়াডাঙ্গা যুব সংঘ আয়োজিত ঐতিহ্যবাহী দাঁড়িয়াবাধাঁ ৮ দলীয় টুর্নামেন্ট খেলায় ১-০ গাঁদনে ভাদড়া যুব সংঘ বিজয় লাভ করছে। গত বুধবার সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিবারাত্রির এই খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটে। বৈরী আবহাওয়া থাকলেও মানুষের সমাগম ন্যূনতম বিচ্যুতি হয়নি। বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ খেলা চলে। আট দলের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতাপূর্ণ খেলায় দর্শকের বিনোদন তৃপ্তি ঘটে। বালিয়াডাঙ্গা ভবানীপুর যুব সংঘের উদ্যোগে উক্ত খেলায় পরানদাহ, খানপুর, বালিথা, কাশেমপুর, ভাদড়া, ভাটপাড়া,জোড়দিয়া ও গণপতি পুর অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগী পূর্ণ খেলা শেষে ভাদড়া যুব সংঘ গণপতিপুর ফাইনালে উপনীত হয়। ফাইনাল খেলার শুরুতেই ভাদড়া ১-০ গাঁদনে এগিয়ে যায়। ওই ফালাফল খেলা শেষে স্থিতি থাকে। পরে ভাদ্রা যুবসংঘ বিজয় লাভ করে।
খেলা শেষে আগরদাড়ীঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আগরদাঁড়ি ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের শামসুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন মিলন। প্রধান অতিথি প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি কালার টেলিভিশন বিজয়ী দলের হাতে তুলে দেন। সভাপতি রানার্স আাপ দলের দ্বিতীয় পুরস্কারের ছাগল গনপতিপুর দলের হাতে তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রমেশচন্দ্র, হাবিবুর রহমান ছোট খোকন, আট দলীয় টুর্নামেন্ট খেলায় চারটি গাদন দিয়ে সর্বোচ্চ গাঁদনদাতার সম্মাননা ক্রেস্ট তুলে দেন রং তুলি আর্ট এর স্বত্বাধিকারী মোহাম্মদ মহিবুল্লাহ। রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মিনাল নেওয়াজ।
এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২২, বৃহঃ, ১২:৩৪ পূর্বাহ্ণ
গবেষণায় এ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার ড.রাফিজুল ইসলাম
প্রকাশিতঃ ২৯ জুলাই ২০২২, শুক্র, ১০:৩৭ অপরাহ্ণ
মাদরাসাতুল জান্নাত দাখিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি
প্রকাশিতঃ ২৫ জুন ২০২২, শনি, ১০:০৮ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় অশনির প্রভাব সাতক্ষীরার আম বাজারে কমেছে দাম
প্রকাশিতঃ ৯ মে ২০২২, সোম, ৫:২১ অপরাহ্ণ
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৫ জন
প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০২২, বৃহঃ, ১১:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরার ভোমরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মেম্বরদের...
প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০২২, বুধ, ৬:২২ অপরাহ্ণ