
মিনাল নেওয়াজ : বহুল প্রতীক্ষিত বাইপাস সড়ক সাতক্ষীরাবাসীর কাঙ্খিত স্বপ্নপূরণের একটি উন্নয়নের রূপ। সাতক্ষীরার উন্মুক্ত বিনোদনের জন্য বাইপাস সড়ক এখন সবার পছন্দ। কিন্তু কিছু কিছু সময়ে ভয়ানক ও বিরক্তিকর হয়ে ওঠে। প্রায়শই দেখা যায় সড়কের ধারে মরাপশু ফেলে রাখতে। পথচারী ও উন্মুক্ত পরিবেশে পড়ন্ত বিকালে ঘুরতে আসা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ওই মরা পঁচা পশু।দুর্ঘটনায় মরে যাওয়া বেওয়ারিশ কুকুর মালিকানাধীন গরু ও ছাগল ফেলে রাখতে দেখা যায়। মরা পশুগুলো মাটিতে পুতে রাখার নিয়ম থাকলেও কেউ তা মানে না। সচেতনতার অভাবে মানুষের বিরক্তি ও সমস্যা অনুধাবন না করে তারা যত্রতত্র ফেলে রাখে। মারা পশু দূষিত করে পরিবেশ। দূষিত করে নির্মল বাতাস। ছড়াতে পারে রোগ জীবাণু। প্রায়শই এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সচেতন মহল এমনকি সমাজ ও পরিবেশ সুরক্ষায় নিয়োজিত কোন সংগঠন এটা নিয়ে ভাবেনি। নিয়মানুযায়ী কোনো ব্যবস্থাও নেয়া হয়নি।
আরিফুজ্জামান। স্ত্রী ও সন্তানকে নিয়ে কলারোয়ার দেয়াড়া থেকে ঘুরতে এসেছেন।কিন্তু সড়কের ধারে দুই জায়গায় মরা পঁচা গরুর দুর্গন্ধে খুবই অস্বস্থি প্রকাশ করলেন।
সড়ক সংলগ্ন গ্রামগুলো ও পশু সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ পথে যাওয়ার সময় মরে যাওয়া পশুর না বুঝেই এই সড়কের পাশে ফেলে রেখে যায়। জনপ্রতিনিধিদের মাধ্যমে পশু মালিকদের সচেতনত করলে এ সমস্যা থেকে পরিত্রান পাওয়া সম্ভব।