
মঙ্গলবার || ২৫ শ্রাবণ ১৪২৯ || ৯ আগস্ট ২০২২ || ১০ মহর্রম ১৪৪৪

এসএসসি-সমমানের ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর ২০২১, বুধ, ১২:৩৬ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩৭৫ বার।

আগামী ৩০ ডিসেম্বর এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে একটি কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে অনলাইনে। আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
গত ১৪ নভেম্বর থেকে সারাদেশে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়। এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।
অন্যদিকে বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে ৯টি কেন্দ্র হলো- জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স।
এ জাতীয় আরো সংবাদ

১৫ জুলাই থেকে ৭ কলেজে ভর্তি আবেদন শুরু
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২২, বৃহঃ, ১১:২০ অপরাহ্ণ
রোববার থেকে ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো শুরু
প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২২, বৃহঃ, ৪:৫২ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কী করবেন ইউক্রেনে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?
প্রকাশিতঃ ১৫ মার্চ ২০২২, মঙ্গল, ৪:৩৪ অপরাহ্ণ
প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু ১৫ মার্চ
প্রকাশিতঃ ৯ মার্চ ২০২২, বুধ, ১১:২৪ অপরাহ্ণ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবি, ১১:০৩ অপরাহ্ণ
সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারি ২০২২, বৃহঃ, ১২:২৬ পূর্বাহ্ণ