
মঙ্গলবার || ২৫ শ্রাবণ ১৪২৯ || ৯ আগস্ট ২০২২ || ১০ মহর্রম ১৪৪৪

একাদশে ভর্তির আবেদন শুরুর তারিখ নির্ধারণ
প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০২১, বৃহঃ, ১০:১৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৫৬ বার।

উচ্চ মাধ্যমিক ও সমমানে ভর্তির অনলাইন আবেদন ৫ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, আবেদনের পর তিন ধাপে ফল প্রকাশ এবং ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তিপ্রক্রিয়া শেষে আগামী মার্চে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বর ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
এবার যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ড থেকে ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে। এছাড়া ২০১৯-২০২১ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরাও একাদশে ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
এ জাতীয় আরো সংবাদ

১৫ জুলাই থেকে ৭ কলেজে ভর্তি আবেদন শুরু
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২২, বৃহঃ, ১১:২০ অপরাহ্ণ
রোববার থেকে ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো শুরু
প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২২, বৃহঃ, ৪:৫২ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কী করবেন ইউক্রেনে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?
প্রকাশিতঃ ১৫ মার্চ ২০২২, মঙ্গল, ৪:৩৪ অপরাহ্ণ
প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু ১৫ মার্চ
প্রকাশিতঃ ৯ মার্চ ২০২২, বুধ, ১১:২৪ অপরাহ্ণ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবি, ১১:০৩ অপরাহ্ণ
সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারি ২০২২, বৃহঃ, ১২:২৬ পূর্বাহ্ণ