
মঙ্গলবার || ২৫ শ্রাবণ ১৪২৯ || ৯ আগস্ট ২০২২ || ১০ মহর্রম ১৪৪৪

জ্বালানি তেলের ‘মূল্য নির্ধারণে’ কেন নির্দেশ দেওয়া হবে না: হাইকোর্ট
প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২১, সোম, ১১:৩৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪১৩ বার।

আইন অনুসারে কেরোসিন ও ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পেট্রোলিয়াম কর্তৃক জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণের জন্য ২০১২ সালে প্রস্তুতকৃত তিনটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করা, কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন কেরোসিন ও ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির মূল্য নির্ধারণের আদেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) আগামী এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কনভেনর স্থপতি মোবাশ্বের হোসেন।
রিটে জ্বালানি ও খনিজসম্পদ সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), বিইআরসি চেয়ারম্যান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বিবাদী করা হয়।
এ জাতীয় আরো সংবাদ

সংক্রমণ ঊর্ধ্বমুখী: বুধবার থেকে সুপ্রিম কোর্ট চলবে ভার্চুয়ালি
প্রকাশিতঃ ১৮ জানুয়ারি ২০২২, মঙ্গল, ৫:৩১ অপরাহ্ণ
বাড়তি দামে সার বেচলে শাস্তি
প্রকাশিতঃ ১৫ ডিসেম্বর ২০২১, বুধ, ১২:৩০ পূর্বাহ্ণ
নিশি ও জিয়াসমিনসহ ছাত্রলীগের ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গল, ১১:৪১ অপরাহ্ণ
যৌন হয়রানির মামলায় পরীমণির নারাজির আবেদন খারিজ
প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০২১, সোম, ৩:০৪ অপরাহ্ণ
মাসুদ রানা সিরিজের স্বত্ব আবদুল হাকিমের: হাইকোর্ট
প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০২১, সোম, ২:৫৮ অপরাহ্ণ
জ্বালানি তেলের ‘মূল্য নির্ধারণে’ কেন নির্দেশ দেওয়া হবে না:...
প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২১, সোম, ১১:৩৯ অপরাহ্ণ