
মোতাহার নেওয়াজ, সাতক্ষীরা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলে ভিন্ন প্রজাতির শতটি গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সাতক্ষীরা সুলতানপুরস্ত সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলের আঙিনায় ফলজ,বণজ ও ঔষধি গাছের চারাগুলো রোপন করা হয়। সামাজিক বন বিভাগ যশোর ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, সাতক্ষীরার সহযোগীতায় এবং সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলের ব্যবস্থাপনায় এ বৃক্ষ রোপন করা হয়।
গতকাল বেলা বেলা ১১ টায় সাতক্ষীরা সদর নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী উপস্থিত থেকে একটি নারকেল গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সাতক্ষীরা সদর মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলের উপাধ্যক্ষ কাজী মামুন বিল্লাহ।
আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা ভূমি অফিসের সার্ভেয়ার মো. ইমদাদুর রহমান তারেক, সাতক্ষীরা পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, সদর উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী শামসুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।#