
ডেস্ক রিপোর্ট : আশাশুনিতে পুলিশী অভিযানে ভারতীয় রুপিসহ ছিনতাইকৃত ৩৮ হাজার উদ্ধার করা হয়েছে এবং ২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির সরেজমিনে নেতৃত্বে এসআই হাসানুজ্জামনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জের শফিকুল ইসলামের দেড় লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় ১২(৮)২০২০ নম্বর মামলার প্রেক্ষিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের রিয়াজউদ্দিন সরদারের ছেলে আব্দুস সালাম (৫০) ও একই গ্রামের মৃত মুনসুর হোসেন এর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৭)কে আটক করেন।
এসময় জাহাঙ্গীর হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির শো-কেচের ভিতর থেকে ও তার মোবাইলের কভারের ভিতর থেকে ভারতীয় ১০০ রুপি মূল্যমানের ১০টি নোট এবং নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করেন।
পরে এসআই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে আশাশুনি থানায় ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় ১৩(৮) ২০২০ মামলা রুজু করে আটককৃত আসামীদেরকে সোমবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।