
সাতক্ষীরা সদরের গোদাঘাটায় দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।গতকাল ভোরে ৫নং শিবপুর ইউনিয়নের আবাদেরহাট টু পরানদাহ সড়কের চোরাই ডাংগি নামক স্থানে বোমা দুটি পাওয়া যায়।
জানাজানি হলে ঘটনাস্থলে উচ্ছুক জনতা ভীড় জামায়।জানতে পেরে এসআই হাজ্জাজ ও লালচাঁদ এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পোঁছায়।দুর্ঘটনা এড়াতে পুলিশ বোমা পড়ে থাকা স্থানটি ঘিরে রাখে। পরে সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থলে যেয়ে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গতকাল ভোরে স্থানীয় মানুষ বোমা দুটি দেখতে পায়।স্থানীয় চৌকিদার আব্দুল লতিফ জেনে সদর থানায় জানালে পুলিশ বোমা দুটি উদ্ধার করে।
৫ নাম্বার শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে যেয়ে আমি বোমা দুটি দেখেছি। তবে,গত ১৭ ই ডিসেম্বর একই স্থানে গোদাঘাটা গ্রামের ইউনুস হোসেন ছোটন নামে এক কলেজ ছাত্র একটি তাজা বোমা পেয়ে কৌতূহলবশত দেখতে যেয়ে বিস্ফোরিত হয়ে তার বাম হাতের কব্জি উড়ে যায়। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।ওই ঘটনায় একটি মামলাও হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান,গত ১৭ই ডিসেম্বর একই স্থানে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় একজন গুরুতর আহত হয়। গতকাল একই স্থান থেকে আরও দুটি বোমা উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।বোমা দুটি তাজা বলে মনে করা হচ্ছে। তবে এখনো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি।
উল্লেখ্য,২০০৪ সাল থেকে গোদাঘাটা ও জগন্নাথপুর মধ্যবর্তী সড়কটিতে কয়েকটি ছিনতাই,ডাকাতির ও হত্যার ঘটনা ঘটেছে। এই সড়কটি দীর্ঘ দিন অবৈধ ভারতীয় পণ্য কারবারিদের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে আসছে। গতকাল দুটি বোমা উদ্ধার ও ১৭ই ডিসেম্বর একটি বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার মানুষের মধ্যে ভীতসন্ত্রস্ত করেছে।স্থানীয়দের দাবী, প্রায়শই এলাকায় অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা যায়।প্রণের ভয়ে কেউ কিছু বলতে পারে না।এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানোর জোর দাবী জানান।