
নিজস্ব প্রতিনিধি : দুর্বৃত্তদের লুকিয়ে রাখা বোমার আঘাতে ইউনুস হোসেন ছোটন (২২) নামে এক কলেজছাত্রের হাতের কব্জি উড়ে গিয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। গতকাল দুপুর দেড়টার দিকে গদাঘাটা চোরাডাঙ্গীতে ওই দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ছোটনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোটন ঝাউডাঙ্গা কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র।
প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, ছোটন গতকাল সকাল থেকে ইঞ্জিন চালিত ট্রলিতে করে খেঁজুর গাছের ডালের আটি (স্থানীয় ভাষায় ঝোড়) বহন করছিল। খেজুর গাছের ডালের ঝোড়ের ভিতর লাল টেপ পেঁচানো একটি গোলাকার বস্তু দেখতে পায়। কৌতুহলবশত সেটা খুলে দেখতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় তার বাঁ হাতের কব্জির মাংসপেশি উড়ে ছিন্নভিন্ন হয়ে যায়।আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ নং শিবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ জানান,ছোটন খুবই ভদ্র এবং মেধাবী ছাত্র। সবার সাথে সদাচরণ করে। সংসারে তার বাবার কাজে সার্বক্ষণিক সহযোগিতা করে। ওইদিনও তার বাবার কাজে সহযোগিতা করতে যায়।টেপ মোড়ানো বোমা সাদৃশ্য একটি লাল বস্তু দেখে কৌতূহলবশত খুলতে যায়। এ সময় বিকট শব্দে ফেটে যায়। এ সময় তার বাঁ হাতের কব্জি উড়ে যায়।
উল্লেখ্য,গদাঘাটা ও জগন্নাথপুর মধ্যবর্তী সড়কটিতে সাম্প্রতি কয়েকটি ছিনতাই,ডাকাতির ও হত্যার ঘটনা ঘটেছে। এই সড়কটি দীর্ঘ দিন অবৈধ ভারতীয় পণ্য কারবারিদের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে আসছে। গতকাল বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার মানুষের মধ্যে ভীতসন্ত্রস্ত করেছে।স্থানীয়দের দাবী, প্রায়শই এলাকায় অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা যায়।প্রণের ভয়ে কেউ কিছু বলতে পারে না।এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানোর জোর দাবী জানান।