
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ও সেচ্ছাসেবি সংগঠন “সেবা সংসদ ”এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।কর্মসূচির মধ্যে গতকাল বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার বাবুলিয়া বাজারে ২৯৭ জনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।এ সময় বাজার ঘুরে ব্যবসায়ী ও পথচারীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মাস্ক ব্যবহারের প্রয়োজনীতা সম্পর্কে সম্মূখ ধারণা দেওয়া হয়।বেলা ১২টায় ফ্রি বøাড গ্রæপিং ক্যাম্প করা হয়। এ সময় সহকারী মেডিকেল টেকনোলজিস্ট ফিরোজা খানম ১৫৭ জনকে বড গ্রæপিং করে কার্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সেবা সংসদের সভাপতি মো: কাওছার আলী,সাধারণ সম্পাদক প্রভাষক মো: রজব আলী,সাংগঠনিক সম্পাদক মো: মহিবুল্লাহ,আরো উপস্থিত ছিলেন ডা: ইসরাইল হোসেন,মাস্টার রমেশ চন্দ্র ঘোষ,আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শামছুর রহমান, মাস্টার জুলফিক্কার আলী ভ‚ট্ট,সাংবাদিক মিনাল,ডা: শাহিনুজ্জামান,শাহিনুর রহমান,রায়হান হোসেন,শামীম হোসেন প্রমূখ।